Dhaka ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

“তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ”

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • ৯৫৭ Time View
“তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ”
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে একটি অজগর সাপ ধরা পড়েছে। প্রথমে বড় মাছ ভেবে আনন্দিত হলেও পরে অজগর সাপ দেখে ভায়ে চিৎকার দিয়ে উঠে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া চরগাঁও এলাকার মহিষমারা বিলে এই সাপটি ধরা পড়ে।
হলহলিয়া চরগাঁও গ্রামবাসী সূত্রে জানাযায়, হলহলিয়া চরগাঁও গ্রামের মনসুর আলী (৫০) স্থানীয় মহিষমারা বিলে মাছ ধরার জন্য ছাঁই রাখেন। সকালে তার বারো বছর বয়সী ছোট ছেলে ছাঁইয়ের কাছে গেলে প্রথমে বড় মাছ ভেবে আনন্দিত হলেও পরে অজগরটিকে দেখেতে পায়। সাপটিকে দেখে চিৎকার দিলে গ্রামের লোকজনের এগিয়ে আসে।  এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজনের সহযোগিতায় সাপটিকে ধরে একটি বস্তার মধ্যে আটক করে রাখেন মনসুর আলী।
স্থানীয়রা বলছেন, এটি একটি অজগরের বাচ্চা হবে। সাপটি লম্বায় ৫-৭ হাত এবং ৬-৭কেজি ওজনের হবে। তাঁদের ধারণা এটি ভারত সীমান্তের পাহাড়ি এলাকা থেকে রাতের কোনো এক সময় এখানে এসে আটকা পড়ে।
মনসুর আলী বলেন, সাপটিকে বস্তায় ভরে রেখেছি। দিনভর অনেক সাপুড়ে সাপটিকে নিতে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে দিতে না করেছি। কিছুটা ভয় লাগলেও সাপটিকে চোখে চোখে রাখতে রাতটা না ঘুমিয়ে কাটিয়েছি।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বনবিট কর্মকর্তা এসে সাপটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান।
তাহিরপুরের বনবিট কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেন বলেন, সাপটিকে সীমান্তবর্তী বড়গোপ টিলা এলাকায় অবমুক্ত করা হবে।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ
০১৭১৭৯৮৬২৩২
২০/১০/২২
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বোয়ালমারীতে চার বছর কর্মস্থলে না গিয়েও বেতন ভাতা নিচ্ছে উপ-স্বাস্থ্য কেন্দ্রের ঝুমা !

“তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ”

Update Time : ০৪:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
“তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে অজগর সাপ”
শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে জেলের মাছ ধরার ছাঁইয়ে একটি অজগর সাপ ধরা পড়েছে। প্রথমে বড় মাছ ভেবে আনন্দিত হলেও পরে অজগর সাপ দেখে ভায়ে চিৎকার দিয়ে উঠে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া চরগাঁও এলাকার মহিষমারা বিলে এই সাপটি ধরা পড়ে।
হলহলিয়া চরগাঁও গ্রামবাসী সূত্রে জানাযায়, হলহলিয়া চরগাঁও গ্রামের মনসুর আলী (৫০) স্থানীয় মহিষমারা বিলে মাছ ধরার জন্য ছাঁই রাখেন। সকালে তার বারো বছর বয়সী ছোট ছেলে ছাঁইয়ের কাছে গেলে প্রথমে বড় মাছ ভেবে আনন্দিত হলেও পরে অজগরটিকে দেখেতে পায়। সাপটিকে দেখে চিৎকার দিলে গ্রামের লোকজনের এগিয়ে আসে।  এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজনের সহযোগিতায় সাপটিকে ধরে একটি বস্তার মধ্যে আটক করে রাখেন মনসুর আলী।
স্থানীয়রা বলছেন, এটি একটি অজগরের বাচ্চা হবে। সাপটি লম্বায় ৫-৭ হাত এবং ৬-৭কেজি ওজনের হবে। তাঁদের ধারণা এটি ভারত সীমান্তের পাহাড়ি এলাকা থেকে রাতের কোনো এক সময় এখানে এসে আটকা পড়ে।
মনসুর আলী বলেন, সাপটিকে বস্তায় ভরে রেখেছি। দিনভর অনেক সাপুড়ে সাপটিকে নিতে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে দিতে না করেছি। কিছুটা ভয় লাগলেও সাপটিকে চোখে চোখে রাখতে রাতটা না ঘুমিয়ে কাটিয়েছি।
তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় বনবিট কর্মকর্তা এসে সাপটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান।
তাহিরপুরের বনবিট কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেন বলেন, সাপটিকে সীমান্তবর্তী বড়গোপ টিলা এলাকায় অবমুক্ত করা হবে।
শওকত হাসান
তাহিরপুর, সুনামগঞ্জ
০১৭১৭৯৮৬২৩২
২০/১০/২২